প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ
একমাত্র হাসমুরগী পালন,গবাদী পশু মোটাতাজাকরন, মৎস্য চাষ, কৃষি বিষয়ক ২ মাস ১৫ দিনের প্রশিক্ষনে প্রশিক্ষনার্থীদের ৩০০০/-টাকা ভাতা প্রদান করা হয়। এক মাসের প্রশিক্ষনে ১২০০ টাকা ভাতা প্রদান করা হয়। সকল প্রশিক্ষন প্রাপ্তির জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার(সকল) সাথে ও উপ-পরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর,মাদারীপুর এর সাথে যোগাযোগ করা যেতে পারে। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন:-উপজেলা পর্যায়ে ০৭,১০,১৫,২০দিন মেয়াদী অপ্রাতিস্ঠানিক প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষনে কোন ফি নেওয়া হয় না। শিক্ষাগত যোগ্যতা অস্টম শ্রেনী। প্রশিক্ষনের বিষয় মৎস্য চাষ,হাঁসমুরগী পালন,গবাদী পশু ও স্থানীয় চাহিদার ভিত্তিতে যে কোন বিষয়। যুব প্রশিক্ষনের জন্য আবেদন সকল উপজেলা কার্যালয়ে গ্রহন করা হয়। সকল ক্ষেত্রে আবেদনের বয়স ১৮-৩৫ বছর। বেকার যুব ও.যুব মহিলারা এই প্রশিক্ষনে আবেদন করতে পাববেন। যুব ঋন বিতরন- আত্নকর্মসংস্থান কর্মসূচী: প্রাতিষ্ঠানিক যুব ঋন শুধু মাত্র প্রকল্প গ্রহনকারী যুব ো যুব মহিলা এক নামে ৪০,০০০ থেকে ৭৫,০০০/- টাকা গ্রহন করতে পারে। অপ্রাতিস্ঠানিক যুব ঋনএক নামে ২০,০০০- ৪০,০০০/- টাকা বিতরন করা হয়। প্রথম তিন মাস গ্রেস প্রিরিয়ড। এক নামে তিনবার ঋন নেোয়া যায়। এ সকল ঋন ২৪টি মাসিক কিস্তিতে ফেরত যোগ্য। এ সকল যুব ঋন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় শিবচর থেকে বিতরন করা হয়।
পরিবার ভিত্তিক যুব ঋন:-পরিবার ভিত্তিক যুব ঋন গ্রুপ ভিত্তিক যুব ঋন। এই ঋন ৫ জনের গ্রুপে সর্বাদিক ১০টি গ্রুপে একটি কেন্দ্র করে বিতরন করা হয়। এই ঋন পরিশোধ সাপেক্ষে ৫ম দফা পর্যন্ত বিতরন করা হয়। ১ম দফা জন প্রতি ৮,০০০/-টাকা থেকে শুরু করে ৫ম দফায় এক নামে ১৬,০০০/- টাকা পর্যন্ত বিতরন করা হয়। এঋন ৫২ সপ্তাহে মুল ঋন ৫২ কিস্তি এবং পরবর্তী এক সপ্তাহে সার্ভিস চার্জ বাবদ একটি বেশী কিস্তি পরিশোধ করতে হয়। ১ম দফা পরিশোধ সাপেক্ষে ২য় এবং ২য় দফা পরিশোধ সাপেক্ষে ৩য় দফা ঋন প্রদান করা হয়। ৩য় দফা পরিশোধ সাপেক্ষে ৪র্থ দফা ঋন প্রদান করা হয়। ৪র্থ দফা পরিশোধ সাপেক্ষে ৫ম দফা ঋন প্রদান করা হয়। এই ঋন প্রাপ্তিতে কোন নিশ্চয়তাকারীর প্রয়োজন হয় না। শিবচর উপজেলায় এই ঋন কর্মসূচী রয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিবচর সাথে যোগাযোগ করলে এই ঋন প্রাপ্তির বিস্তারিত আরো তথ্য জানা যাবে। যুব ঋন পেতে হলে-আত্নকর্মসংস্থান কর্মসূচীর ক্ষেত্রে:- যুব ঋন পাওয়ার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত যুব ওযুব মহিলাগন আবেদন করতে পারেন। সাদা কাগজে সরাসরি আবেদন করতে হয়। আবেদনকারী ঋন পাওয়ার জন্য মনোনিত হলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় হতে ১০/-(দশ টাকা)মুল্যমানের সরকারী ফরম সংগ্রহ করে আবেদন পত্র পূরন করে এর সাথে প্রযোজনীয় কাগজপত্র সংযোজন করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নিকট জমা প্রদান করলে ০৭ দিনের মধ্যে ব্যাংকের ক্রস চেকের মাধ্যমে ঋন প্রদান করা হয়। পরিবারভিত্তিক ঋন কর্মসূচীর ক্ষেত্রে:-সাদা কাগজে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ,শিবচর বরাবরে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে কোন আবেদন ফরম কেনার প্রয়োজন হয় না। বিনামূল্যে ফরম বিতরন করা হয়। ফরম বিতরনের পূর্বে কেন্দ্র জরিফ করা হয়।জরিফে যদি কেন্দ্র মনোনিত হয়। তাহলে মনোনিত সদস্যদের ০৭ দিনের প্রশিক্ষন েদওয়া হয় এবং ফরম দেয়া হয়। ফরম পুরন করে ননজুডিশিয়াল স্ট্যাস্পের মাধ্যমে নিশ্চয়তা প্রদান করলে ঋন অনুমোদন দেয়া হয়। চেকের মাধ্যমে ঋন প্রদান করা হয়। আত্নকর্মসংস্থান কর্মসূচীর ঋন প্রাপ্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:- প্রশিক্ষনের সনদপত্রের ফটোকপি,ছবি ৩ কপি,নাগরিকত্বের সনদপত্র,জামিনদারের জমির দলিল,পরচা,হালনাগাদ দাখিলা অথবা জামিনদার সরকারী চাকুরীজিবী হলে নিয়ন্ত্রনকারী কর্তৃক প্রতিস্বাক্ষরকৃত নিশ্চয়তাপ্রদান পত্র আবেদনের সাথে জমা দিতে হবে। প্রত্যেক ঋন আবেদনকারীর ব্যাংক হিসাব অবশ্যই থাকতে হবে। যুব সংগঠন তালিকাভূক্তিকরণ:- যুব সংগঠন সমূহকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশেরআর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণের মূল দায়িত্ব যুব উন্নয়নঅধিদপ্তর পালন করে থাকে। দেশের উন্নয়ন প্রক্রিয়ায় যুব সংগঠন সহযোগীশক্তি হিসেবে বলিষ্ঠ অবদান রাখতে সক্ষম। এরই অংশ হিসেবে বেসরকারীস্বেচ্ছাসেবী যুব সংগঠনসমূহকে দেশের উন্নয়ন কর্মকান্ডে আরও সক্রিয়ভাবেঅংশগ্রহন করানোর লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক তালিকাভূক্তি করাহয়। তালিকাভুক্ত যুব সংগঠন দেশের সার্বিক উন্নয়নে যুব সমাজকে কাজে লাগিয়ে স্বেচ্ছাসেবী কাজের উপযোগী করে ত তালিকাভুক্ত করা হয়। শিবচর উপজেলার প্রশিক্ষণ তথ্য (শুরু থেকে ৩০ জুন,২০১৩খ্রিঃ পর্যন্ত)
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||